অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত অন্তত এক ডজনের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ এম-ওয়ান প্যাসিফিক হাইওয়ে উভয়দিকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রুরাল ফায়ার সার্ভিস জানায়, রাজ্যজুড়ে ৭৫টির বেশি দাবানল জ্বলছে। এর মধ্যে এখনও অন্তত ১৯টি আগুন নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কুলেওয়ং ও মিলসনস গালি।
রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, এটি দমকল কর্মীদের জন্য অত্যন্ত পরীক্ষার সময় আর যারা ঘর হারিয়েছেন তাদের জন্য ভয়ংকর অভিজ্ঞতা। তিনি আরও জানান, ৯,০০০ হেক্টরের বেশি এলাকা ইতোমধ্যে আগুনে পুড়েছে। ১,৫০০ এরও বেশি দমকল কর্মী ও ৩০০টি যান মোতায়েন করা হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের দিক পরিবর্তনের সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
অন্যদিকে, বৃহৎ দাবানলের কারণে বেইরমি, বেইরমি ক্রেক, উইডিন, ইয়োরা ও কেরাব্বি এলাকাগুলোতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যারা এই মুহূর্তে আর সরে যেতে পারেননি, তাদের জন্য এখন বাইরে বের হওয়া নিরাপদ নয় বলে নির্দেশ দেওয়া হয়েছে এবং বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া
সিনিয়র আবহাওয়াবিদ ডিন নারামোর জানিয়েছেন, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে চলাচলকারী ট্রেনলাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।
তথ্য সূত্র- দ্যা গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ