দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চল অ্যাটেরিজভিলে শনিবার ভোরে একটি হোস্টেলে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিন বছর বয়সী এক ছেলে। পুলিশ জানিয়েছে, হামলাটি ঘটেছে সলসভিল হোস্টেলের একটি অবৈধ শিবিনে, সেখানে একদল মানুষ মদ্যপানের জন্য জমায়েত হয়েছিল।
দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস জানিয়েছে, হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে ১১ জন নিহত হন, বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে থাকাদের মধ্যে তিনজন শিশু- ৩ বছর ও ১২ বছর বয়সী দুই ছেলে এবং ১৬ বছর বয়সী এক মেয়ে। বাকি নিহতরা প্রাপ্তবয়স্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলা ঘটেছে সকাল ৪:১৫টার দিকে, কিন্তু পুলিশকে তা রিপোর্ট করা হয় প্রায় ৬টার দিকে। পুলিশ পৌঁছানোর সময় হামলাকারীরা পালিয়ে গিয়েছিল।
পুলিশ তিনজন অজানা সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। ফরেনসিক দল, বলিস্টিক বিশেষজ্ঞ ও তদন্তকারীরা এখন ঘটনার ক্রম ও প্রমাণ সংগ্রহ করছেন।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেন,'কমপক্ষে তিনজন সশস্ত্র ব্যক্তি হোস্টেলে প্রবেশ করে উপস্থিত লোকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমাদের তদন্তকারী দল ও সিরিয়াস অ্যান্ড ভায়োলেন্ট ক্রাইম ইউনিট হামলার কারণ উদঘাটনে কাজ করছে।'
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা