পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নিহতরা একটি নিরাপত্তা চেকপোস্টের দিকে গাড়ি দ্রুত চালানোর চেষ্টা করছিল। সেনারা নিরাপত্তা ঝুঁকি হিসেবে গুলি চালিয়ে তাদের নিরস্ত্রকরেছে বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, ঘটনার সময় চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং সেনারা যেভাবে হুমকি মোকাবিলা করেছেন, সেটিই এই হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় প্রমাণ হিসেবে স্থানীয় ও নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
হেব্রন দীর্ঘদিন ধরে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের একটি সংবেদনশীল এলাকা। পশ্চিম তীরে নিয়মিত এই ধরনের সংঘর্ষ ঘটছে, বিশেষ করে চেকপোস্টে নিরাপত্তা অভিযানের সময়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা