চলতি বছরের প্রথম ছয় মাসে মিয়ানমারে স্থলমাইন এবং বিস্ফোরক বস্তুর কারণে তিন শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)।
সম্প্রীতি সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইউনিসেফের তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটিতে ৩৫৭ জন নিহত বা আহত হয়েছে। এদের একজন কাচিন রাজ্যের সাত বছরের হকাম জো। ছোট বোনের সঙ্গে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় তিনি। বিস্ফোরণে এক পা হারায় তিনি।
সে এখন কৃত্রিম পায়ের মাধ্যমে নতুন করে হাঁটা শিখছে। স্থলমাইন বিস্ফোরণে পা হারানো আরেকজন শান রাজ্যের ডও নাং থাই। দুর্ঘটনার সময় তিনি বন্ধুদের তার বাড়ি দেখাচ্ছিলেন। পা হারানোর পর হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা। বর্তমানে কৃত্রিম পায়ের মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন ডও নাং।
ডও নাং থাই এবং হকাম জোয়ের মতো আহত হয়ে মানবেতর জীবন পার করার তালিকায় রয়েছে আরও নাম। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় কৃত্রিম অঙ্গের মাধ্যমে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য। ২০২১ সাল থেকে মিয়ানমারে ১৯ হাজারের বেশি আহত ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মিয়ানমারে ল্যান্ডমাইন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কণ্ঠস্বর শেয়ার করে যারা দীর্ঘমেয়াদী শারীরিক পুনর্বাসনের মাধ্যমে তাদের জীবন পুনর্নির্মাণ করছেন।
বিডি প্রতিদিন/কামাল