বন্দুকধারীরা হামলা চালিয়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি হোস্টেলে তিন বছরের একটি শিশুসহ কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বলেছে, ‘আমি নিশ্চিত করতে পারি যে মোট ২৫ জনকে গুলি করা হয়েছে।’ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একাধিক সন্দেহভাজন হোস্টেলে প্রবেশ করে ভেতরে থাকা ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এখনো ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি, আরব নিউজ
বিডি প্রতিদিন/এএম