সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। বুধবার তালেবান সরকার জানিয়েছে, গত মাসে ওয়াশিংটনে এক আফগান সন্দেহভাজনের গুলির ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই।
তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা বলেন। তিনি দাবি করেন, ‘এই কাজটি যিনি করেছেন, তাকে প্রশিক্ষণ দিয়েছে স্বয়ং আমেরিকানরাই। সুতরাং এই ঘটনাটি আফগান সরকার বা জনগণের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’
ওই গুলিকাণ্ড নিয়ে এটিই তালেবান সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। উল্লেখ্য, গত ২৬ নভেম্বরের ওই গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তবে অভিযুক্ত ২৯ বছর বয়সী রাহমানুল্লাহ লাকানওয়াল মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, লাকানওয়াল আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই করা সিআইএ-সমর্থিত একটি ‘পার্টনার ফোর্স’-এর সদস্য ছিলেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে যান।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শআ