সীমান্তে উত্তেজনা সৃষ্টিতে প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। জানা গেছে, সীমান্ত অতিক্রম করে ড্রোন ওড়ানোর জন্য উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
বুধবার মিয়ং জানান, তার প্রশাসন এই উস্কানির জন্য পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে। কেননা বিষয়টি উত্তেজনা আরও উস্কে দিতে পারে।
মিয়ং বলেন, গত মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ অনুসারে, ইউন উত্তরের ওপর ‘প্রচারপত্র বহনকারী’ ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এটি উত্তরের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার এবং নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য ছিল।
এদিকে, প্রেসিডেন্ট হওয়ার পর মিয়ং সংলাপের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন পর্যন্ত তার প্রস্তাব উপেক্ষা করেছেন।
সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত, কিন্তু বলতে দ্বিধা করি। আমি উদ্বিগ্ন যে, যদি আমি তা করি, তাহলে এটি আদর্শিক লড়াই বা উত্তর-পন্থী হওয়ার অভিযোগের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনবার উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন উড়িয়ে প্রচারণামূলক লিফলেট ফেলার অভিযোগ ওঠে। উত্তর কোরিয়ার দাবি, রাজধানী পিয়ংইয়াংয়ের উপরে প্রচারণামূলক লিফলেট ফেলার জন্য ড্রোন উড়ানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শআ