২৫ বছর আগে যেমন ছিলেন, এখন তার চেয়েও চাঙা বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করার পরপরই মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে বেগ পেতে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
সিএনএন-এর হিসাব অনুযায়ী, ২ ঘণ্টা ১৭ মিনিট চলা এই বৈঠকে খুব সম্ভবত ট্রাম্প একাধিকবার মনোযোগ হারিয়েছেন। বৈঠকে টেবিল ঘিরে থাকা মন্ত্রিসভার সদস্যরা যখন একে একে তার প্রশংসা করছিলেন, তখনো প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে মনে হচ্ছিল।
অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে টেলিভিশনের একটা ক্যামেরা সবসময় তাক করে ছিল ট্রাম্পের দিকে। এ সময় ক্যামেরায় ধরা পড়ে, জেগে থাকতে বেশ বেগ পেতে হচ্ছিল প্রেসিডেন্টকে।
ক্যাবিনেট সদস্যরা একের পর এক দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন। আর চেয়ারে হেলান দিয়ে আধবোজা চোখে বসে আছেন ট্রাম্প, কখনও কখনও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে চোখ।
বৈঠক শুরু হলে ট্রাম্প যথারীতি ‘স্লিপি জো’ (ঘুমকাতুরে জো) উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহাস করেন। এরপর ট্রাম্প নিজের ব্যাপারে বেশ দম্ভ নিয়ে বলেন– ২৫ বছর আগে যেমন ছিলেন, এখন তিনি তার চেয়েও চাঙা।
সূত্র : সিএনএন ও দ্য ওয়াশিংটন পোস্ট।
বিডি-প্রতিদিন/শআ