ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা বিক্রি করতে দেখা যাচ্ছে—এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও প্রকাশকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের নেত্রী রাগিনী নায়ক ভিডিওটি শেয়ার করার পর বিজেপি অভিযোগ তুলেছে, উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। তাদের দাবি, এমন ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদিকে অবমাননা করেছে কংগ্রেস শিবির।
এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। তার পেছনে থাকা নানা দেশের পতাকার মধ্যে ভারতের পতাকাও দেখা যাচ্ছে। যেন কোনও আন্তর্জাতিক ইভেন্টে চা পরিবেশন করছেন মোদি। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘চায়ে বোলো, চায়ে।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্য আগে স্বীকার করেছিলেন যে তার বাবা গুজরাটের ওয়াদনগর স্টেশনে চায়ের দোকান চালাতেন এবং ছোটবেলায় তিনি সেখানেই বাবাকে সহায়তা করতেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা মণীশঙ্কর আইয়ার মোদির এই অতীত নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, তিনি কখনো দেশের সর্বোচ্চ পদে পৌঁছাতে পারবেন না। যদিও পরে মোদি বিপুল ভোটে ক্ষমতায় আসেন এবং বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
আইয়ারের সেই মন্তব্যের এক দশক পর রাগিনী নায়কের এই নতুন ‘চা’–সম্পর্কিত এআই ভিডিও বিজেপির ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি আর কেশবন বলেন, নায়কের এই ভিডিও পোস্ট ‘কংগ্রেস নেতৃত্বের নীচ মানসিকতা প্রকাশ করে’। তার ভাষায়, ‘এই জঘন্য পোস্ট ১৪০ কোটি পরিশ্রমী ভারতীয় নাগরিকের মর্যাদাকে অপমান করা হয়েছে এবং এটি ওবিসি সম্প্রদায়ের ওপর সরাসরি আক্রমণ।’
তিনি আরও বলেন, ‘ভারতের মানুষ পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে উঠে আসা নরেন্দ্র মোদিকে বারবার সমর্থন দিয়ে যাচ্ছেন, এটাই কংগ্রেস এবং রাহুল গান্ধীর সহ্য হয় না। বারবার জনসমর্থনে প্রত্যাখ্যাত রাহুল গান্ধীর অহংকার ও জন্মগত সুবিধার তুলনায় মোদি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। কংগ্রেস বহুবার প্রধানমন্ত্রী মোদিকে এবং এমনকি তার প্রয়াত মাকেও অপমান করেছে। দেশের মানুষ এবার কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে।’
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘নামদার কংগ্রেস কোনোভাবেই বরদাস্ত করতে পারে না যে একজন দরিদ্র পরিবার থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের ‘কামদার’ প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। আগেও তার চাইওয়ালা পরিচয় নিয়ে কটাক্ষ করা হয়েছে। তাকে ১৫০ বার অপমান করা হয়েছে। তার মাকে বিহারে গালিগালাজ করা হয়েছে। মানুষ এগুলোর কোনোটা ভুলবে না।’
সূত্র : এনডিটিভি
বিডি-প্রতিদিন/সুজন