দেশের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত।
পরিচালকের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালত।
রায় অনুযায়ী, ৬৫ বছর বয়সী পানাহি দুই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন না এবং কোনও রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হতে পারবেন না।
তার আইনজীবী মোস্তফা নিলি জানান, পানাহির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ আনা হয়েছিল। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
পানাহি এখন বসবাস করেন ফ্রান্সে। তবে কানজয়ী চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর প্রচারের জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন।
সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য এবং আন্তর্জাতিক ফিচার বিভাগে সিনেমাটি সেরা হয়েছে।
বৃহস্পতিবার মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভালেও উপস্থিত থাকবেন পানাহি। সেখানে তার সিনেমাটি প্রদর্শিত হবে এবং তিনি একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।
চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে পানাহির এই সিনেমা পাম দ’অর জেতে। ফ্রান্স ইতোমধ্যে এ সিনেমাকে তাদের সরকারি অস্কার মনোনয়ন হিসেবে নির্বাচিত করেছে এবং ধারণা করা হচ্ছে, আগামী মার্চে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের শর্টলিস্টে সিনেমাটি জায়গা পাবে।
এর আগে ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে পানাহিকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়।
পরে তাকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
২০২২ সালে ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদে’ জড়িত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং সাত মাস পর তিনি মুক্তি পান।
নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মত আলোচিত সিনেমা।
ট্যাক্সি সিনেমাটি পুরোপুরি একটি গাড়ির ভেতরে শুট করা হয়, যেখানে তিনি নিজেই ট্যাক্সিচালকের চরিত্রে অভিনয় করেন। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ