ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সব জায়গায়ই ভূত দেখেন’ বলে কটাক্ষ করেছেন এক মার্কিন কর্মকর্তা।
সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে এই কটাক্ষ করলেন মার্কিন ওই কর্মকর্তা।
সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বড় দুই মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ইসরায়েল কয়দিন পরপরই সিরিয়ার অভ্যন্তরে হামলা করছে। এটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। একইসাথে তেল আবিব ও দামেস্কের মাঝে যে শান্তি চুক্তি হওয়ার আশা করা হচ্ছে, তা ক্রমেই ম্লান করে দিচ্ছে।
তাদের একজন নেতানিয়াহুর দিকে ইঙ্গিত করে বলেন, আমরা বরাবরই তাকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছি। তিনি যেন এসব অভিযান বন্ধ রাখেন। কারণ, এটি যদি চলতে থাকে, তাহলে একদিন এসব অভিযান তারই বিনাশ ডেকে আনবে।
তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি তার বর্তমান রাজনৈতিক নীতি ধরে রাখেন, তাহলে ইসরায়েল বড় ধরনের একটি কূটনৈতিক সুযোগ হাতছাড়া করে ফেলবে। এতে নতুন সিরিয়া তাদের অন্যতম শত্রুতে পরিণত হবে।
অন্য কর্মকর্তা বলেন, ইসরায়েল সিরিয়াকে বুঝতে ভুল করছে। সিরিয়া ও লেবানন এক নয়। এছাড়া সিরিয়া এখন ইসরায়েলের সাথে সমস্যায় জড়াতেও চায় না। কিন্তু নেতানিয়াহুর সমস্যা হলো, তিনি সব জায়গায় ভূত দেখেন।
ওই কর্মকর্তারা বলেন, নেতানিয়াহুর সিরিয়ার বিরুদ্ধে এযাবৎ যেসব অভিযান চালিয়েছেন, এতে এমনিতেই সিরিয়া ও ইসরায়েলের মাঝে শান্তি চুক্তির বিষয়ে প্রভাব পড়েছে। তবে ওয়াশিংটন চেষ্টা করে যাচ্ছে, যেন দ্রুতই দামেস্ককে আবরাহাম চুক্তির আওতায় নিয়ে আসা যায়। সূত্র: এক্সিওস
বিডি প্রতিদিন/একেএ