ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বছরের পর বছর ধরে ৫ হাজারের বেশি বাংলাদেশী পেশাজীবী আইটেক প্রোগ্রামে অংশ নিয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
হাইকমিশনার বলেন, আইটেক প্রোগ্রাম ভারতের সাউথ-সাউথ কো-অপারেশনের প্রতি অঙ্গীকার, যা অংশীদার দেশের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি প্রদান করে।
বাংলাদেশের আইটেক অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধ হিসেবে কাজ করার জন্য এবং অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ভূমিকা রাখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে ১৫০ জন বাংলাদেশী আইটেক অ্যালামনাই অংশ নেন। অনেক অ্যালামনাই তাদের ভারত সফরের প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন।
হাইকমিশন জানায়, আইটেক ভারতের সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ভারতের উন্নয়ন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা পাচ্ছে। প্রতি বছর আইটেক অংশীদার দেশগুলোর জন্য ১২,০০০-এর বেশি প্রশিক্ষণ স্লট এবং ৩০০টিরও বেশি কোর্স অফার করা হয়। কৃষি, হিসাব-নিরীক্ষা, ব্যবস্থাপনা, সুশাসন, এসএমই, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য, সংসদীয় বিষয়, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা, আইটি, ডেটা অ্যানালিটিকস, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য জ্বালানি, অ্যাডভান্সড কম্পিউটিংসহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল