সৌদি আরব ও রাশিয়ার নাগরিকরা এখন থেকে পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ করতে পারবেন। সোমবার রিয়াদে সৌদি-রুশ বিনিয়োগ ও ব্যবসা ফোরামের আলোচনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকসান্ডার নোভাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি জ্বালানি ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান।
নতুন ব্যবস্থায় উভয় দেশের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৯০ দিন একটানা বা বিভিন্ন সময়ে মিলিয়ে এক ক্যালেন্ডার বছরের মধ্যে ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন।
তবে কর্মসংস্থান, পড়াশোনা, আবাসন কিংবা হজের উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য পূর্বের মতোই বিশেষ ভিসা বাধ্যতামূলক থাকবে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, এই চুক্তি দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে এবং পর্যটন, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে। উল্লেখযোগ্যভাবে, এটিই প্রথমবার সৌদি আরব সাধারণ পাসপোর্টধারীদের জন্য কোনো দেশের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতির চুক্তি করল।
সৌদি ব্যবসায়ী আহমেদ আল ওতাইবি বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করবে এবং দ্বিপাক্ষিক পর্যটন ও বাণিজ্যকে আরও গতিশীল করবে।
আইন বিশেষজ্ঞ ও উপদেষ্টা ওসামা ঘানেম আল-ওবায়েদি জানান, এই চুক্তি সৌদি আরব ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন এবং উভয় দেশের জন্যই বহুমাত্রিক সুফল বয়ে আনবে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল