মনুষ্যবিহীন সশস্ত্র আকাশযান প্রযুক্তিতে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল তুরস্ক। বিশ্বের প্রথম ড্রোন হিসেবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করে দেখালো দেশটির তৈরি অত্যাধুনিক যুদ্ধ ড্রোন বায়রাকতার কিজিলেলমা।
তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বায়কার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান বায়রাকতার কিজিলেলমা সিনপ উপকূলের কাছে পরীক্ষার সময় উচ্চ-গতিসম্পন্ন লক্ষ্যবস্তুর দিকে সফলভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি গোকদোগান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।
এই পরীক্ষা তুরস্কের সামরিক ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। প্রথমবার দেশটির দেশীয় রাডার আর নিজেদের তৈরি আকাশ-থেকে-আকাশ উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বায়কারের দাবি অনুযায়ী, এই সফল আক্রমণের ফলে কিজিলেলমা বিশ্বের একমাত্র এবং প্রথম মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম হিসেবে এমন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম হয়েছে।
পরীক্ষা চলাকালীন মেরজিফন বিমানঘাঁটির পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে যৌথভাবে উড্ডয়ন করেছে। ভবিষ্যতে মানুষ-চালিত এবং মনুষ্যবিহীন সামরিক অভিযানের সম্মিলিত ধারণাকে আরও পোক্ত করেছে এই অভিযান।
সূত্র: সাবা নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল