ইরাকের কুর্দিস্তানে হামলার খবর প্রত্যাখ্যান করেছে ইরান।
বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার রাতে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন, পশ্চিম ইরানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকে আইআরজিসি ইরাকি কুর্দিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে— এ খবর সত্য নয়।
ওই সূত্র বলেন, খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন ও ভুল। সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/একেএ