যুদ্ধোত্তর গাজা উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করবে মিসর। এ লক্ষ্যে শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে আলোচনায় গাজার জন্য ৫ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। প্রথম ব্যাচে মার্চে কায়রোতে ৫০০-এর বেশি কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেন, এবং সেপ্টেম্বর থেকে দুই মাসের প্রশিক্ষণ কোর্সে আরও শতাধিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সবাই গাজা স্ট্রিপের নাগরিক এবং তাদের বেতন দেবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি প্রশাসন। প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ, অক্টোবর ২০২৩-এ হামাসের হামলার পর গাজা ও ফিলিস্তিনি জনগণের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং সাধারণ অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। সূত্র: আরব নিউজ, সিএনএ
বিডি প্রতিদিন/একেএ