ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনায় অবিলম্বে আফগান পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য ভিসা ইস্যু স্থগিত করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন অভিবাসন সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পররাষ্ট্র দপ্তর ‘আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারী সব ব্যক্তির জন্য ভিসা ইস্যু স্থগিত করছে। তিনি বলেন, আমাদের জাতি এবং আমাদের জনগণকে রক্ষা করার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনও অগ্রাধিকার নেই।
গত বুধবার ওয়াশিংটন ডিসিতে গুলি চালানোর ঘটনায় কর্তৃপক্ষ আফগান নাগরিক রাহমানাউল্লাহ লাকানওয়ালকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই গুলিতে একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত এবং আরেকজন গুরুতর অবস্থায় রয়েছেন।
অভিযোগ উঠেছে, হোয়াইট হাউসের কাছে টহল দেওয়ার সময় বিনা উস্কানিতে লাকানওয়াল পশ্চিম ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্য সারা বেকস্ট্রম এবং অ্যান্ড্রু উলফকে আক্রমণ করেছিলেন। এতে ২০ বছর বয়সী বেকস্ট্রম তার আঘাতের কারণে মারা গেছেন, এবং ২৪ বছর বয়সী উলফের অবস্থা এখনও গুরুতর।
সিআইএ এই সপ্তাহে নিশ্চিত করেছে, ২০২১ সালে দেশে পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের আগে লাকানওয়াল আফগানিস্তানে গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেছিলেন।
কলম্বিয়া জেলার মার্কিন অ্যাটর্নি জিনাইন পিরোর কার্যালয় গতকাল শুক্রবার ঘোষণা করেছে, লাকানওয়ালের বিরুদ্ধে অভিযোগগুলি প্রথম ডিগ্রি হত্যায় উন্নীত করা হয়েছে। সশস্ত্র অবস্থায় হত্যার উদ্দেশ্যে দুটি হামলার অভিযোগও রয়েছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেছেন, আমেরিকান জনগণের নিরাপত্তার স্বার্থে সমস্ত আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে।
শুক্রবার আরেক ঘোষণায় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেছেন, ‘মার্কিন জনগণের নিরাপত্তার’ স্বার্থে সংস্থাটি সব আশ্রয় আবেদনের সিদ্ধান্তও স্থগিত করেছে।
এর এক দিন আগে এডলো বলেছিলেন, ট্রাম্পের নির্দেশে ‘ঝুঁকিপূর্ণ ও উদ্বেগের তালিকায় থাকা দেশ’ থেকে আসা প্রতিটি বিদেশি নাগরিকের গ্রিনকার্ড আবার পর্যালোচনা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন আবার যাচাই–বাছাই করার নির্দেশ দেন। পরে বলেন, তিনি ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তিনি।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন সীমিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। গত অক্টোবরে তিনি ঘোষণা দিয়েছেন, তাঁর প্রশাসন ২০২৬ সালে মাত্র ৭ হাজার ৫০০ শরণার্থী গ্রহণ করবে, যা ১৯৮০ সালের পর সর্বনিম্ন।
বিডি প্রতিদিন/কামাল