সিরিয়ার দামেস্কের গ্রামাঞ্চলে ফের ইসরায়েলের সামরিক অভিযান ও হামলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে ছয় ইসরায়েলিসহ আহত হয়েছেন ২৫ জন।
শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন ও মাযরাত বেইতের যাত্রাপথে ভোরে এ হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
আল-সালাম শহরের গোলান জাতীয় হাসপাতালে দুই শিশুসহ কমপক্ষে পাঁচ সিরিয়ানের মরদেহ নেওয়া হয়েছে। এই হামলার ফলে কয়েক ডজন পরিবার বেইত জিন শহর থেকে নিরাপদ এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো এখনও ওই এলাকার উপর দিয়ে উড়ছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, আহতদের উদ্ধার করতে তারা বেইত জিনে প্রবেশ করতে পারেনি, কারণ ইসরায়েলি সেনারা যেকোনো বিষয়কেই লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বেইত জিনে ইসরায়েলি কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। অনুপ্রবেশের পর বাসিন্দাদের ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষও শুরু হয়।
ইসরায়েলের সর্বশেষ এ অভিযানে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই এলাকায় শুধু কৃষক ও রাখালরা অবস্থান করছেন, হিজবুল্লাহ বা কোনো মিলিশিয়ার উপস্থিতি নেই। সেজন্য ইসরায়েলের অনুপ্রবেশের ঘটনা স্থানীয়দের কাছে বিশেষভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর, ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় তাদের দখলদারিত্ব বৃদ্ধি করছে। এর ফলে বারবার সামরিক অনুপ্রবেশ ও সহিংসতার ঘটনা ঘটছে।
সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত কারণে দামেস্কের এই এলাকা ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ। তারা মনে করে, এখানে ইরান-সমর্থিত মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি রয়েছে।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, তাস
বিডি-প্রতিদিন/এমই