ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় দুই জন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এই নিহত দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণরত ও নিরস্ত্র অবস্থায় দেখা গেছে।
ইসরায়েলের সেনাবাহিনী ও পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা পশ্চিম তীরে দখলকৃত অঞ্চলে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করার বিষয়টি তদন্ত করছে।
উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিনে এই নৃশংস ঘটনাকে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন ৩৭ বছর বয়সী ইউসেফ আলী আসা’সা ও ২৬ বছর বয়সী আল-মুন্তাসির বিল্লাহ মাহমুদ আবদুল্লাহ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকে ‘তাৎক্ষণিক মৃত্যুদণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি ছিল ‘নির্দয়’। তারা এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে যে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দ্রুত গুলি চালানো বাহিনীকে সমর্থন করে বলেন, ‘সন্ত্রাসীদের মরতে হবে।’
সূত্র : এএফপি ও আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত