২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করায় ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি সব সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বার্লিনে এক সংবাদ সম্মেলনে ফ্রিডরিখ মের্জ এ আহ্বান জানান।
এর আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে দক্ষিণ আফ্রিকাকে সম্মেলনে নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি লেখেন, দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, তারা কোনো সংগঠনেরই সদস্য হওয়ার যোগ্য নয়।
বার্লিনে সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় মের্জ গত সপ্তাহে জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রশাসনের অনুপস্থিতি এবং আগামী বছর শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ নিষিদ্ধ করায় ট্রাম্পের সমালোচনা করেন।
তিনি বলেন, আমেরিকান সরকার উপস্থিত না থাকায় আমি দুঃখিত। মার্কিন প্রশাসন অপ্রয়োজনে সম্মেলন বজায় করেছে। বিশ্বের এমন একটি অংশেও যা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি অবশ্যই মার্কিন রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করব। ইতিমধ্যে আমরা দক্ষিণ আফ্রিকার সরকারকেও আমন্ত্রণ জানাতে তাকে রাজি করার চেষ্টা করব। ট্রাম্পের সাথে আসন্ন ফোন কল এবং বৈঠকে বিষয়টি তিনি উত্থাপন করবেন বলেও উল্লেখ করেন।
তার মতে, মার্কিন প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করব যে আগামী বছরের শীর্ষ সম্মেলনের জন্য সমস্ত জি-২০ সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো ভাল হবে। কারণ এটি এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক জোটের মধ্যে একটি। সেই সাথে জার্মান চ্যান্সেলর জি-২০ এবং জি-৭ এর মতো আন্তর্জাতিক ফোরামের অখণ্ডতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল