আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালোর ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযম থেকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, সেখানে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য উচ্চ সামরিক কমান্ড কর্মকর্তাদের একটি দল ‘রাষ্ট্রের পূর্ণ ক্ষমতা গ্রহণ করেছে’। এ পরিস্থিতিকে জাতিসংঘ মহাসচিব সেখানকার পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল বুধবার সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো। ফরাসি সম্প্রচারক ফ্রান্স২৪ এক সাক্ষাৎকারে উমারো সিসোকো এম্বালো বলেন, তাকে পদচ্যুত করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল স্টাফ সদর দপ্তরে অবস্থান করছেন।
সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর একটি পক্ষ দেশটির পূর্ণ ক্ষমতা দখল করে কারফিউ জারি করে সব গণমাধ্যম কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া চলমান নির্বাচনী প্রক্রিয়া এবং সব সীমান্ত বন্ধের ঘোষণা দেয়।
এমন সময় দেশটিতে অভ্যুত্থান ঘটেছে যার একদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে উমারো সিসোকো এম্বালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস জয়ের জন্য অপেক্ষা করে ছিলেন। গত রোববারের অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল