রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে শান্তি পরিকল্পনায় ইউরোপীয় মিত্রদেরও অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার তিনি বলেন, মার্কিন-সমর্থিত কাঠামো এগিয়ে নিতে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কিয়েভ প্রস্তুত। এ আলোচনায় ইউরোপীয় মিত্রদের অন্তর্ভুক্ত করা উচিত।
জেলেনস্কি বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের নিরাপত্তা সিদ্ধান্তে ইউক্রেনকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে, তেমনি ইউরোপ সম্পর্কিত নিরাপত্তা সিদ্ধান্তে ইউরোপকেই অন্তর্ভুক্ত করা হবে।'
এদিকে ইউরোপীয় মিত্রদের একটি বিশেষ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিয়েভ আহ্বান জানিয়েছে, যেন তারা ইউক্রেনের জন্য 'আশ্বস্তি বাহিনী' মোতায়েনের একটি কাঠামো তৈরি করে। একই সঙ্গে রাশিয়া যুদ্ধ শেষ করতে রাজি না হওয়া পর্যন্ত সমর্থন অব্যাহত রাখে।
এর আগে, ইউরোপীয় মিত্রদের অন্যতম ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ইউক্রেন–রাশিয়া যুদ্ধ সংক্রান্ত শান্তি পরিকল্পনা ইউরোপের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বিধ্বংসী সংঘাতে জড়িয়েছে রাশিয়া-ইউক্রেন। এ দূরাবস্থার অবসান ঘটাতে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি
বিডি-প্রতিদিন/এমই