যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি আরও বাড়াতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 'আংশিকভাবে' রাজি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই দেশ প্রধানের ফোনালাপের পর এ তথ্য জানালেন তিনি।
মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, শি জিনপিংকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
এর আগে ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপকে 'ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক' বলে বর্ণনা করেছেন চীনা প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি এ বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর পদক্ষেপে আমরা আশ্চর্য হবো। আমি তাকে বলেছিলাম, শি যেন কিছুটা দ্রুত পণ্য কেনা শুরু করেন। ট্রাম্প উল্লেখ করেন, 'আমি চাই তারা আরও বেশি কিনবে এবং তিনি এটি করার জন্য আংশিকভাবে রাজি হয়েছেন।'
ইতোমধ্যে বেইজিং গত মাসে ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্র থেকে আবারও সয়াবিনের কেনা শুরু করবে। একই সঙ্গে দুর্লভ খনিজ উপাদান রপ্তানি বিধিনিষেধ স্থগিত করবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চীন চলতি বছর যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে ১২ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন কিনতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবারের ফোনালাপের কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে তারা একটি বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হয়েছিলেন। যদিও তা এখনও চূড়ান্ত করা হয়নি।
বাণিজ্য নিয়ে দুই দেশের এই সামগ্রিক অগ্রগতি শুল্কযুদ্ধের শিথিলতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
বিডি-প্রতিদিন/এমই