ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টা ও চক্রান্তে জড়িত থাকার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এ রায় দেন।
তিনি বলেন, মামলাটি চূড়ান্ত রায়ে পৌঁছেছে এবং আর কোনও আপিলের সুযোগ নেই।
৭০ বছর বয়সী বলসোনারো ২০২২ সালের নির্বাচনে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন৷ ওই সময় তাকে ক্ষমতায় রাখার লক্ষ্যে পরিচালিত একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ জেলের একটি কক্ষে তার সাজা ভোগ শুরু করবেন। শনিবার থেকে এখানেই তাকে আটক রাখা হয়েছে। কারণ তিনি পালাতে পারেন- বিবেচনায় তাকে গৃহবন্দি অবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
রবিবার এক শুনানিতে, বলসোনারো স্বীকার করেন যে তিনি তার গোড়ালির মনিটরটি একটি সোল্ডারিং আয়রন দিয়ে খুলতে চেষ্টা করেছিলেন। তবে তিনি দাবি করেেন, তার পালিয়ে যাওয়ার কোনও অভিপ্রায় ছিল না। মনিটরে যে ক্ষতি তিনি করেছিলেন, তার জন্য তিনি ওষুধের প্রতিক্রিয়াকে দায়ী করেন।
মঙ্গলবার বিচারপতি মোরায়েস নির্দেশ দেন যে বলসোনারোকে ফুল-টাইম চিকিৎসা সেবা দেওয়া হবে। তার চিকিৎসক দল আগে জানিয়েছিল যে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে, সেপ্টেম্বরে বলসোনারোকে অভ্যুত্থান চক্রান্তের দায়ে দোষী সাব্যস্ত করার সময় তারা দেখেছেন—তিনি লুলা এবং তার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেরালদো আলকমিনকে হত্যার পরিকল্পনার কথা জানতেন। এমনকি বিচারক মোরায়েসকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেওয়ার দেওয়ার পরিকল্পনার কথাও জানতেন।
এই ষড়যন্ত্র সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়। লুলা ২০২৩ সালের ১ জানুয়ারি কোনও দুর্ঘটনা ছাড়াই শপথ নেন।
কিন্তু এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি, হাজার হাজার বলসোনারো-সমর্থক ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করা হয়।
বিচারপতিরা দেখেন যে এই দাঙ্গাকারীরা বলসোনারোর দ্বারা প্ররোচিত হয়েছিল। তাদের মতে, তার পরিকল্পনা ছিল—সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে। বলসোনারোকে ২০৬০ সাল পর্যন্ত জনপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকেও নিষিদ্ধ করা হয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম