ফিলিস্তিনের গাজার পুনর্গঠনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে কাজ করতে যাচ্ছে তুরস্ক ও দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে গাজার বিষয়ে দুই দেশ একই অবস্থানে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
সোমবার আঙ্কারায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, দেশ দুটি আফ্রিকা, মধ্য এশিয়া এবং সিরিয়া ও গাজার পুনর্গঠনে সহযোগিতা করবে। গাজার বিষয়ে তারা একমত। যুদ্ধবিরতি বজায় রেখে, নিরীহ মানুষ হত্যা বন্ধ ও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে।
এরদোয়ান পুনর্ব্যক্ত করেন, ১৯৬৭ সালের সীমারেখা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বন্ধু ও মিত্র দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানান।
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দক্ষিণ কোরিয়ার তৎপরতাকে স্বাগত জানান এরদোয়ান। আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে স্থায়ী শান্তি প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনের পরে এরদোয়ান লির সম্মানে একটি ডিনার আয়োজন করেন, যেখানে ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধে অংশ নেওয়া তুর্কি যোদ্ধারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেন, 'দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ভূমিকা রাখবে।'
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি-প্রতিদিন/এমই