আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। হামলায় কমপক্ষে নয়জন শিশু এবং এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা ক্বাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা হামলা করেছে। এতে নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এ হামলায় তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান বাহিনীর বিমান হামলা হয়েছে। এতে আহত হয়েছে চারজন বেসামরিক লোক। সূত্র: আল জাজিরা, দ্য হিন্দু
বিডি প্রতিদিন/এএম