সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামিদ আল রুওয়াইলি সোমবার পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। সফরকালে তিনি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন বলে জানিয়েছে ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতে জেনারেল আল রুওয়াইলি সৌদির রাষ্ট্রীয় শুভেচ্ছা পৌঁছে দেন। পিটিভি নিউজ জানায়, তিনি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে রিয়াদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে শাহবাজ শরিফ দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি অর্থনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ সব খাতে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
শাহবাজ জানান, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, মহড়া এবং অভিজ্ঞতা বিনিময়সহ প্রতিরক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে ইসলামাবাদ অঙ্গীকারবদ্ধ। তিনি সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় দুই দেশের যৌথ অবস্থান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।
এর আগে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আল রুওয়াইলির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনীর। আইএসপিআর জানায়, দুই দেশের সামরিক নেতৃত্ব প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল