মালয়েশিয়া সরকার আগামী বছর (২০২৬) থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল।
রবিবার মালয়েশিয়ান দৈনিক দ্য স্টারে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ফাহমি ফাদজিল বলেন, অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশের অনলাইন বয়সসীমা নীতিমালা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো সরকারের এই নির্দেশনা মেনে চলবে।
মন্ত্রী আরও বলেন, সরকার, বিভিন্ন সংস্থা এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা থাকলে আমরা মালয়েশিয়ার ইন্টারনেট ব্যবহারে গতি ও নিরাপত্তা দুটিই নিশ্চিত করতে পারব। বিশেষ করে শিশু ও তাদের পরিবারের জন্য এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত কয়েক বছরে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নতুন নীতিমালার আওতায় ৮০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে এমন প্ল্যাটফর্ম ও মেসেজিং সেবাগুলোর লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে, গত অক্টোবরে দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের উদ্যোগকে সমর্থন দেন এবং অ্যাকাউন্ট খোলার সময় বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা তৈরির আহ্বান জানান।
ইপসোস মালয়েশিয়া এডুকেশন মনিটর ২০২৫-এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৭২ শতাংশ নাগরিক শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপকে সমর্থন করছেন।
অস্ট্রেলিয়া চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে অপসারণ বাধ্যতামূলক করেছে। লঙ্ঘন করলে এসব প্ল্যাটফর্মকে গুনতে হতে পারে বড় অংকের জরিমানা। নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দেশও একই ধরনের নীতিমালা বিবেচনা করছে।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল