যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকার বাসিন্দারা নাজুক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। তবে তাদের কষ্ট কমাতে, এবং যুবসমাজ ও পরিবারগুলোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে।
দেশটি ‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’ প্রকল্পের আওতায় গণবিয়ে আয়োজন করতে যাচ্ছে। বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে আমিরাতের জাতীয় দিবস আগামী ২ ডিসেম্বর। এ উদ্যোগের মাধ্যমে ৫৪ জন পুরুষ উপকৃত হবেন।
দেশটি জানিয়েছে, আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনের অংশ এবং গাজার পরিবারগুলোর বোঝা কমাতে এ প্রচেষ্টা ভূমিকা রাখবে।
আগ্রহীরা আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটের ‘প্রজেক্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স’ বিভাগে দেওয়া লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এ ব্যবস্থা।
গণবিয়ে উদ্যোগে অংশগ্রহণ করতে আবেদনকারীদের আটটি শর্ত পূরণ করতে হবে। যার মধ্যে, তাকে অবশ্যই ফিলিস্তিনি নাগরিক ও গাজা উপত্যকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ২৭ বছর, তবে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্যকে ছাড় দেওয়া হবে। ইচ্ছুক ব্যক্তি হবেন শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযোগী।
এছাড়া, নিম্ন-আয়ের পরিবারের সদস্য ও নির্দেশনা মানতে রাজি থাকার মতো শর্তগুলো পূরণ করতে হবে। উদ্যোগটি মানবিক কর্মসূচির একটি নতুন ধাপ। যা গাজার যুবক ও পরিবারকে আনন্দিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস
বিডি-প্রতিদিন/এমই