যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের হস্তক্ষেপে গাজায় যুদ্ধবিরতি চলছে। সে অনুযায়ী বিনিময় চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে রেডক্রস।
খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের পাঠানো ৩০ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ গ্রহণ করা হয়েছে।
গেল বৃহস্পতিবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। চুক্তি অনুযায়ী একজন জিম্মির মরদেহ দিলে ১৫ মরদেহ ফেরত দেবে ইসরায়েল। সে অনুযায়ী ৩০ ফিলিস্তিনির নিথরদেহ পাঠিয়েছে তারা। এই স্থানান্তরের ফলে গাজায় ফেরত পাঠানোর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।
এদিকে, হামাস মৃত জিম্মিদের মরদেহ যেসব জায়গায় লুকিয়ে রেখেছিল, সেগুলো কয়েকটি ধ্বংসস্তূপের নিচের চাপা পড়েছে। এগুলো উদ্ধার করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
সূত্র: আরব নিউজ, টাইমস অব ইসরায়েল
বিডিপ্রতিদিন/এম