কনটেইনার পরিবহন দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের একমাত্র লাভজনক সেবা খাত হিসেবে পরিচিত। কিন্তু চলতি অর্থবছর আয় হয়েছে গত ৯ বছরের মধ্যে সবচেয়ে কম। এতে রেলওয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রেলওয়ের পরিবহন ও বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কনটেইনার পরিবহন থেকে আয় হয়েছে ৭৭ কোটি টাকা। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে আয় কমে হয়েছিল প্রায় ৭৩ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ১৩৫ কোটি টাকা আয় হলেও এরপর থেকে তা প্রতি বছর কমছে। অন্যদিকে পণ্য পরিবহনেও বড় ধস নেমেছে। ২০২১-২২ অর্থবছরে রেলওয়ে যেখানে ১৫ লাখ ৬০ হাজার টন মালামাল পরিবহন করেছিল, সেখানে গত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৭ লাখ ৩০ হাজার টনে। কর্মকর্তারা বলছেন, বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রুটে ইঞ্জিন সংকটের কারণে কনটেইনার সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯৮৬-৮৭ অর্থ বছরে চালু হওয়া এ রুটটি রেলওয়ের মালবাহী আয়ের প্রধান উৎস। চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের প্রধান মাস্টার নজরুল ইসলাম বলেন, প্রতিদিন চার জোড়া কনটেইনার ট্রেন চলার কথা। কিন্তু ইঞ্জিন না থাকায় বেশির ভাগ দিনে দুই জোড়া চালু রাখতে পারি। আমাদের ১৩টি লোকোমোটিভ দরকার, কিন্তু পাই মাত্র ৫-৬টি। গত সপ্তাহে ইয়ার্ডে গিয়ে দেখা যায়, ইঞ্জিন না থাকায় তিনটি পূর্ণ বগি মালামাল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরও নিরাপত্তা এবং কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে এক জায়গায় সব কাস্টমস সুবিধা পাওয়ার কারণে অনেক ব্যবহারকারী এখনো রেলওয়েকে বেছে নিচ্ছেন। এক গার্মেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, আগে জাহাজ থেকে নামার ৫-৭ দিনের মধ্যে কনটেইনার পেতাম। এখন লাগে ১৮-২০ দিন। বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারিক ইমরান বলেন, নির্ধারিত সময়ে লোকোমোটিভ না পাওয়ায় সময়মতো ট্রেন চালানো যাচ্ছে না। ফলে আয়ও কমছে। পূর্বাঞ্চলে বরাদ্দ ১৪০টি ইঞ্জিনের মধ্যে ৮২টি ২০ বছরের বেশি পুরোনো, যা কার্যত মেয়াদোত্তীর্ণ। প্রতিদিন ১১৮ থেকে ১২০টি ইঞ্জিনের প্রয়োজন হলেও ব্যবহার করা যাচ্ছে মাত্র ৭৮-৮০টি। পূর্বাঞ্চল জেনারেল ম্যানেজার জানান, কয়েকটি ইঞ্জিন দ্রুত মেরামত করার চেষ্টা চলছে। পাশাপাশি নতুন লোকোমোটিভ কেনার প্রক্রিয়া এগোচ্ছে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা