বছর দুয়েকের বিরতির পর বড়পর্দায় ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ফিরছেন রণবীর সিং। অভিনেতার এই কামব্যাক নিয়ে আগ্রহ তুঙ্গে। তার সঙ্গে যুক্ত হয়েছে এক বিরল রেকর্ড। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গত ১৭ বছরের মধ্যে বলিউডের সবচেয়ে দীর্ঘ মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে। রণবীর সিংয়ের সঙ্গে ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন ও রাকেশ বেদি। ছবির রানিং টাইম ২১৪ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ৩৪ মিনিট দীর্ঘ এই অ্যাকশন ড্রামা রানটাইমের দিক থেকে ছাপিয়ে গিয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘যোধা আকবর’-কে, যার দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৩ মিনিট। সম্প্রতি সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে, যা রণবীর সিংয়ের কেরিয়ারে কোনো ছবির ক্ষেত্রে এই প্রথম। সহজ কথায়, শুধু প্রাপ্তবয়স্করাই এই ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে। তবে সেই ছাড়পত্র পাওয়ার আগে যেতে হয়েছে একাধিক সংশোধন ও আইনি জটিলতার মধ্যে দিয়ে। প্রয়াত মেজর মোহিত শর্মার বাবা-মা দিল্লি হাই কোর্টে অভিযোগ করেন, ছবির গল্পের সঙ্গে তাঁদের ছেলের জীবনের ঘটনার সঙ্গে মিল। এক্ষেত্রে পরিবারের বা ভারতীয় সেনার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগ নাকচ করে পরিচালক আদিত্য ধর এক্স-এ স্পষ্ট করে জানান, ‘ধুরন্ধর’ পুরোপুরি একটি কাল্পনিক গল্প।