গুঞ্জন বহু দিনের। আংটিবদল সেরে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চার হাত এক হওয়ার কথা তাঁদের, খবর এমনই। যদিও এ নিয়ে কখনো নিজেরা মুখ খোলেননি তারকাজুটি। তবে এবার গুঞ্জনে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের খবর। বিজয় ও রাশমিকার আঙুলে বড় আংটিও নজর এড়ায়নি কারও। অনুরাগীদের মতে, তাঁদের হাতে দেখা যাচ্ছে বাগদানের আংটিই। গুঞ্জন কি সত্যি? এই প্রথম উত্তর দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। সম্প্রতি বিয়ের পরিকল্পনা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, ‘বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না, কোনোটাই বলতে চাই না। আমি শুধু এটুকুই বলব, যখন সঠিক সময় আসবে, আমরা সবটা জানাব।’ অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা করতে তিনি নারাজ, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।