বলিউড অভিনেত্রী জুহি চাওলা সম্পর্কে সম্প্রতি নির্মাতা সুনীল দর্শন স্বীকার করেছেন, জুহিকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পর্দায় তুলে ধরা মোটেই সহজ ছিল না। বাস্তবে তিনি ছিলেন একেবারেই ঘরোয়া, সহজ-সরল। তবু চরিত্রের প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিতে রাজি হয়েছিলেন জুহি। এমনকি সানি দেওলের সঙ্গে একটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন দৃশ্যে অভিনয়েও সম্মতি দেন। কিন্তু ঘটনার মোড় আসে শুটিংয়ের সময়। দর্শনের কথায়, শুটিংয়ের দিন দেখা গেল, জুহি সেটে অনুপস্থিত। পরিচালকের জোরাজুরিতে শেষমেশ দৃশ্যটির শুট হয়। শট শেষ হতেই জুহি গায়ে রোব চাপিয়ে সেট ছাড়েন। নির্মাতারা চাইছিলেন আরও একটি টেক। কিন্তু জুহির উত্তর ছিল- ‘মিস্টার দর্শন, চুক্তি অনুযায়ী আমি একটাই চুম্বন দৃশ্য করার কথা ছিল। আর সেটা আমি করে ফেলেছি।’ দর্শনের মতে বিষয়টি ছিল ভীষণ মিষ্টি। তাই ওই প্রথম টেকটাই চূড়ান্ত ছবিতে রাখা হয়।