বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের [বিকেএসপি] থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ তৈরি হয়েছে। বেলাল খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা, মৌমিতা নদী, সজীব দাস ও বেলাল খান। সংগীত আয়োজন করেছেন সজীব দাস। সম্মিলিতভাবে কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকবৃন্দ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমাসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই প্রকাশ হবে গানটি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, বিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা ওড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে।’