বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারীতে অনুষ্ঠিত হলো এক বিশাল গণদোয়া ও বিশেষ মোনাজাত। মঙ্গলবার বাদ আসর হাটহাজারী কলেজ ময়দানে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।
চট্টগ্রাম-৫ হাটহাজারী–বায়েজিদ (আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দলবদ্ধভাবে দোয়া মাহফিলে অংশ নেন। আসর নামাজের জামাতের পরপরই শুরু হয় দোয়া অনুষ্ঠান, যেখানে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ করে তার সুস্থতা, দীর্ঘ হায়াত এবং রাষ্ট্র পরিচালনায় পুনরায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দেশের কল্যাণে আল্লাহর রহমতও প্রার্থনা করা হয়।
এর আগে শতাধিক হাফেজে কোরআনের কণ্ঠে খতমে কোরআন, শিফা ও তসবিহ তাহলিল সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সহায়তা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা।
গণদোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে অংশ নেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধুরী, আবদুল কাদের জসীমসহ অসংখ্য নেতা-কর্মী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল