সিলেট নগরীর বিভিন্ন বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার দুপুরে খন্দকার মুক্তাদির জল্লারপাড় রোডের রাজা ম্যানশন, গ্যালারিয়া, এলিগ্যান্ট শপিংমলসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা করেন।
মার্কেটের দোকানে দোকানে গণসংযোগকালে ব্যবসায়ীরা বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। তাই এবার প্রকৃত সিলেটপ্রেমী ও ব্যবসায়ীবান্ধব প্রার্থীকে নির্বাচিত করতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ।
গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির বলেন, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের সব সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সিলেটের প্রতি চরম উদাসীন ছিল। তারা সিলেটের ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্প ও বাণিজ্যের প্রসারে বিশেষ উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, বতর্মান তরুণ প্রজন্ম ভোট কি জিনিস সেটা দেখার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে ভোট উৎসবে যোগ দিয়ে সর্বস্তরের মানুষকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ধানের শীষ উন্নয়নের প্রতীক আখ্যা দিয়ে খন্দকার মুক্তাদির বলেন, অতীতে যতবার ধানের শীষের বিজয় হয়েছে সারাদেশেই সামগ্রিক উন্নয়ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, এলিগ্যান্ট শপিংমলের স্বত্বাধিকারী আব্দুল মুনিম শিপু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জিডি রুমু, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি রাসেল আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, মো. জিয়াউর রহমান চৌধুরী, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক ডা. জামিল আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত