জনগণের ভাগ্য পরিবর্তনের মহাপরিকল্পনা নিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সানখোলা বাজারে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা জানান প্রিন্স।
এ সময় প্রিন্স বলেন, বিএনপি দেশ ও জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করছে। এ জন্য গ্রাম ও শহরে মানুষের বিএনপিতে যোগ দিতে হিড়িক পড়েছে।
ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। এজন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং আইনের শাসন পুনরুদ্ধার বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজারব্যবস্থার আধুনিকীকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। প্রান্তিক কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ প্রদানসহ প্রণোদনা প্রদান, পরিবার প্রতি খাদ্য প্রণোদনা প্রদান, নিম্নআয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।
এতে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়া হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল খালেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত