নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, খুব শিগগিরই নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন বাংলাদেশ মানুষের অধিকার। নির্বাচন এদেশের মানুষের দাবি। দেশের মানুষ নিজের ভোট নিজে দিয়ে পছন্দের প্রার্থী জয়যুক্ত করতে চান। পছন্দের সরকার নির্বাচিত করতে চান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ আড়াইহাজারের পাইলট মডেল স্কুলে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম আজাদ বলেন, এদেশের গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী আপোষহীনভাবে কিভাবে কাজ করেছেন তা সবাই জানেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তাকে যেনো সৃষ্টিকর্তা পরিপূর্ণ সুস্থতা প্রদান করেন।
বিএনপির নির্বাচনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দাবি করে তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন হতেই হবে। আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠের কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল