পর পর তিনবার নিজের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিমকোর্টের আইনজীবী মহিব উল্লাহ খোকন।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনস্থ ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। নির্বিঘ্নে ও বাধামুক্ত ভাবে প্রচার চালাতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা ও সুপ্রিমকোর্টের এই আইনজীবী সংবাদ সম্মেলনে বলেন, আমি ভিন্নধর্মী প্রচার-প্রচারণা চালাই। গণসংযোগের সময় আমার সঙ্গে কোন কর্মী বাহিনী থাকে না। শুধু আমার স্ত্রী একমাত্র কন্যা সন্তান ও ছোট ভাইকে নিয়ে ভোটারদের কাছে যাই। এটাও আমার প্রতিপক্ষরা সহ্য করতে পারছেন না। পর পর তিন বার আমার ওপর হামলা হয়েছে। গাড়িও ভাঙচুর করেছে।
সংবাদ সম্মেলনেও নিজের স্ত্রী, কন্যা সন্তান ও ছোট ভাইকে নিয়ে উপস্থিত হন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত