গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর নতুনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মজিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল