সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে যত উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, সব বিএনপির শাসনামলে। আর আগামীতেও এই দুই উপজেলার সব উন্নয়ন হবে বিএনপির মাধ্যমে ইনশাল্লাহ। শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নয়, পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে অবিরাম কাজ করতে হবে।
সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল বিয়ানীবাজারের লাউতা ও মোল্লাপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদী ভাঙনরোধ প্রকল্পের মাধ্যমে পাড়গুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের নারীদের সেবা দিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টা ডাক্তারের ব্যবস্থা করা হবে।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই