গোপালগঞ্জে বড়ফা খেয়াঘাটে ব্রিজ নির্মাণ ও মধুমতি নদীর ভাঙ্গন রোধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. কে. এম. বাবর। শনিবার বড়ফা তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই ডা. কে. এম. বাবর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চান। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,‘আল্লাহর রহমতে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তবে এই বড়ফা খেয়াঘাটে জনগণের দীর্ঘদিনের দাবিকৃত ব্রিজটি নির্মাণ করে দেওয়া হবে। এ ছাড়া মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর ভাঙ্গন রোধে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব, যাতে এই জনপদ নদী গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পায়।’
মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। ‘মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে ধারণ করে আমাদের তরুণদের এগিয়ে যেতে হবে।’
খেলা শেষে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কমিটি ‘বড়ফা তরুণ সমাজ’ সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানায়।
বিডি-প্রতিদিন/আশফাক