সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সবসময় ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখতে হবে। এটাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূলমন্ত্র। সকল মান-অভিমান ভুলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। মনে রাখতে হবে-ধানের শীষের বিজয় হলেই আপনি জিতে যাবেন, না হয় আপনাকে ছোট হয়েই আগামী দিনগুলো কাটাতে হবে।
শনিবার বিকালে গোলাপগঞ্জের আমনিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আমুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, স্থানীয় উন্নয়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে জয়লাভ করলে দলীয় নেতাকর্মী এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করবো। থাকবে না কোনো ভেদাভেদ, কোনো লুকোচুরি। সরকারি প্রতিটা প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।
আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু’র সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মনসুর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ-শ্রমবিষয়ক সম্পাদক রুহেল আহমদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমদ ও শাহানুর আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না, আমুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, যুগ্ম-সম্পাদক রাজন আহমদ, জুনেদ আহমদ, সুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ আফজল হোসেন, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম লাকেস, উপজেলা যুবদল নেতা রাহিন আহমদ ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল সজল।
এছাড়া আমুড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই