আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খানের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নজিপুর গোলচত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রাটি পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুই পাশের মানুষদের শুভেচ্ছা জানান সামসুজ্জোহা খান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেনসহ দুই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
বিডি-প্রতিদিন/এমই