শিক্ষার মানোন্নয়নে ভাঙ্গা উপজেলা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন, ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। শুক্রবার ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজনে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পর্যায়ের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, 'উৎপাদনমুখী শিক্ষার বিকল্প নেই, সেজন্য কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণায় গুরুত্ব দিলেও আমরা পিছিয়ে আছি।'
তিনি বলেন, নারীদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। কারণ তিনি বুঝেছিলেন, নারী শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির এই সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের দাবি আদায়ের জন্য যাতে রাস্তায় নামতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। এ সময় তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষকদের মাদক নির্মূলে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিঞা মো. এনায়েত হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই