গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মজিবুর রহমান গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গণসংযোগকালে এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর-১ আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করে।
কোনবাড়ির পথসভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সঞ্চালনা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল আলম রবি, যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে তিনি নির্বাচনী এলাকা কালিয়াকৈরের মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কালিয়াকৈর বাজার এলাকায়ও পথসভা করেন। এসব পথসভায় তিনি ভোটারের সমর্থন চাওয়া ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন