চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. মো. শাহজাহান মিয়া বলেছেন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করা তেমনি ফরজ। স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। সবগুলো দলের ভোট বাক্স একটি। আপনারা অবশ্যই কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।
গতকাল রবিবার সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড চিরারচর সহ ওই এলাকার ভাঙন কবলিত এলাকায় গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
দিনব্যাপী চরাঞ্চলের অধিকাংশ জেলে ও কৃষকদের সাথে কথা বলেন তিনি এবং সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন।
তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি জেলেদের মূল সমস্যা হলো চাঁদা দাবি ও হয়রানি করা। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে নির্বাচিত হলে চাঁদা ও হয়রানি ছাড়া নিরাপদে নদীতে মাছ ধরতে পারবেন।
উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠনের দায়িত্ব পেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঘুষ ছাড়া সরকারি সকল সেবা পাবেন। সেবার জন্য আমার কাছে যেতে হবে না। ন্যায্য অধিকার ও সেবা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘২০১৪ সালে আপনারা ভোট দিয়ে আমাকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তখন আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। এবারও আপনাদের মূল্যবান ভোট দিলে কল্যাণ রাষ্ট্র গঠন হবে। সেই রাষ্ট্রে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা জামায়াত আমির আফছার উদ্দিন মিয়াজি, পৌর ১০ নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড জামায়াত নেতা আমিন বেপারী, শিক্ষক নেতা হাসান আলী খান, ১০ নং ওয়ার্ড জামায়াত নেতা মারুফ পাটোয়ারি, সাইফুল ঢালী, ৮ নং ওয়ার্ড জামায়াত নেতা আব্দুর রসিদ খান, মাসুদ, ১৩ ও ১৪ নং রাজরাজেস্বর ইউনিয়ন তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম, রাজরাজেস্বর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী প্রধানিয়া, সেক্রেটারি বাকী বিল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল করিম প্রধানীয়া, ইউনিয়নের জামায়াত নেতা আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, খোরশেদ আলম ঢালী সহ নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ