শনিবার যাত্রাবাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।
গণমিছিলের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণমিছিল। হাজার হাজার জনতা যোগ দেয় এ মিছিলে। স্বতঃফূর্ত অংশগ্রহণে এগিয়ে চলে এই গণমিছিল। মিছিলটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড থেকে শুরু হয়ে সাইনবোর্ড গিয়ে শেষ হয়।
গণমিছিল শুরুর আগে নবীউল্লাহ নবী বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সমগ্র দেশ ও জাতি উদ্বিগ্ন। দেশের এই রাজনৈতিক অভিভাবকের রোগমুক্তির জন্য আমরা দোয়া করছি। সারাদেশের মানুষের সঙ্গে আমরাও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই।
বিডি প্রতিদিন/জুনাইদ