ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে ভাঙ্গার আট ইউনিয়নের চেয়ারম্যান মতবিনিময় করেছেন। শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮ চেয়ারম্যানের মধ্যে রয়েছেন ভাঙ্গার মানিকদহ, ঘারুয়া, নাছিরাবাদ, কাউলীবেড়া, আজিমনগর, কালামৃধা, তুজারপুর, চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, শনিবার ভাঙ্গার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিডি-প্রতিদিন/এমই